জীবনের সারণী বেয়ে প্রৌঢ়ত্বের অবগাহে পৌঁছে বিগত দিনের অভিজ্ঞতা, ঘটনাবলী, জীবনদর্শন বা জানা অজানা তথ্য পুরোটাই হিসাবের জাবদা খাতায় সংকলিত করার প্রয়াস "খেরোর খাতা"। কত কিছুই করা হয় ওঠে না, আবার কত কিছু করেও মন ভরে না, সেই প্রতিনিয়ত টানাপোড়েন আর প্রামাণ্য ইতিহাসের কিছু গবেষণাধর্মী লেখার সমারোহে সেজে উঠেছে সজল কান্তি দত্ত রায়ের কলমে "খেরোর খাতা"।